সংক্ষিপ্ত পরিচিতি

আন-নাসর ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক-সেবামূলক সংগঠন। আল-কুরআনের ১১০ নাম্বার সূরার নাম আন-নাসর, যার অর্থ- "সাহায্য", যা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহ থেকে কিছু অংশ সমাজের অন্যদের মাঝে বণ্টন করে দেয়ার সামান্য প্রচেষ্টাই আন-নাসর ফাউন্ডেশন। আমরা এর মাধ্যমে একজন অন্যজনের প্রয়োজনে পাশে দাঁড়াতে চাই, সবাই মিলে সুন্দর ও সৌহার্দপূর্ণ সমাজ গড়ার অংশীদার হতে চাই। এবং সেটা কুরআন ও সুন্নাহকে অনুসরণ করে, আল্লাহর সাহায্যে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই।