আন-নাসর ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। আল-কুরআনের ১১০ নাম্বার সূরার নাম আন-নাসর, যার অর্থ- "সাহায্য", যা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ প্রদত্ত আমাদের নিয়ামতসমূহ থেকে কিছু অংশ অন্যান্যদের সাথে ভাগাভাগি করার প্রচেষ্টাই আন-নাসর ফাউন্ডেশন। আমরা এর মাধ্যমে একজন অন্যজনের প্রয়োজনে পাশে দাঁড়াতে চাই, সবাই মিলে সুন্দর ও সৌহার্দপূর্ণ সমাজ গড়ার অংশীদার হতে চাই। এবং সেটা কুরআন ও সুন্নাহকে অনুসরণ করে, আল্লাহর সাহায্যে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই।
নির্দিষ্ট কোনো প্রকল্পের উদ্দেশ্যে সম্মানিত ডোনরদের কাছ থেকে, এবং নির্দিষ্ট দাতা সদস্যদের থেকে মাস ভিত্তিক অনুদান সংগ্রহ দ্বারা এই ফান্ড গঠিত।
সমাজের স্বাবলম্বীরা তাদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী এই ফান্ডে টাকা জমা রাখেন, আমরা উপযুক্ত ব্যক্তিদের সেখান থেকে কর্জ প্রদান করে থাকি।
আমাদের ডোনরদের মধ্যে থেকে যাকাত সংগ্রহ করে থাকি, যা নির্দিষ্ট যাকাতের খাতে ব্যয় করা হয়।