কর্জে হাসানা কী?
কর্জে হাসানা হচ্ছে সুদমুক্ত ঋণ। আপনাকে যে পরিমান কর্জ দিবো, আপনি ধাপে ধাপে (কিস্তিতে) ঠিক সেই পরিমাণ অর্থই আমাদের ফেরত দিবেন, কোন অতিরিক্ত বা সার্ভিস চার্জ নাই। তবে আপনি চাইলে সেচ্ছায় কিছু বৃদ্ধি করে দিতে পারেন, কোন বাধ্যবাধকতা নাই।
রমাদান- ২০২৫ এর সকল আয়োজন
কর্জে হাসানা হচ্ছে সুদমুক্ত ঋণ। আপনাকে যে পরিমান কর্জ দিবো, আপনি ধাপে ধাপে (কিস্তিতে) ঠিক সেই পরিমাণ অর্থই আমাদের ফেরত দিবেন, কোন অতিরিক্ত বা সার্ভিস চার্জ নাই। তবে আপনি চাইলে সেচ্ছায় কিছু বৃদ্ধি করে দিতে পারেন, কোন বাধ্যবাধকতা নাই।
‘কে আছে, যে আল্লাহকে দেবে উত্তম ঋণ? তাহলে তিনি বহুগুণে একে তার জন্য বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার।’ - [সূরা হাদিদঃ ১১]
হজরত আনাস ইবন মালিক (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মিরাজের রাতে আমি জান্নাতের একটি দরজার ওপর লেখা দেখলাম, সদকায় ১০ গুণ সওয়াব এবং কর্জে (ঋণে) ১৮ গুণ। আমি বললাম, হে জিবরাঈল! কর্জ সদকার চেয়ে উত্তম কেন? তিনি বললেন, কারণ ভিক্ষুক তার কাছে (সম্পদ) থাকতেও চায়। আর কর্জদার প্রয়োজন ছাড়া কর্জ চায় না’ - [ইবনে মাজাঃ ২৪৩১]
আমাদের সমাজের স্বাবলম্বী মানুষেরা তাদের ইচ্ছা ও সামর্থ অনুযায়ী কিছু অর্থ আমাদের ফান্ডে জমা রাখেন। আমরা সেখান থেকে ফান্ডে টাকা থাকা সাপেক্ষে উপযুক্ত প্রার্থীকে কর্জ দিয়ে থাকি। কোলাদী গ্রামের যে কেউ আমাদের ফর্ম পূরণ করে অথবা আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলে ঋণের জন্য আবেদন করতে পারবেন। আমরা আবেদন পত্র পর্যবেক্ষণ করে ২ থেকে ৩ দিনের মধ্যে কর্জ প্রদান করে থাকি।
আপাতত আমরা কোলাদী গ্রামে এই কার্যক্রম শুরু করেছি। যে কেউ নিন্মোক্ত শর্ত পূরণ করে কর্জ নিতে পারবেন-
কোলাদী গ্রামে স্থায়ী বসসাবরত হতে হবে।
ঋণ নেয়ার সময় দুইজন পুরুষ জামিন হিসেবে নির্ধারণ করতে হবে ও তাদের সাক্ষর নিতে হবে।
সুদকে মন থেকে ঘৃণা করতে হবে ও ভবিষ্যতে সুদী কারবারে না জড়ানোর অঙ্গীকার করতে হবে।
অনেকেই হঠাৎ বিপদে পরেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেও টাকার জোগান করতে পারেন না। অবশেষে বাধ্য হয়ে সুদী এনজিও বা মহাজনের কাছে যেতে হয়। এই শ্রেনীর মানুষকে সুদ থেকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া নুতন ব্যবসায়ের জন্যে ক্ষুদ্র ঋণ, ঘর মেরামত, রিক্সা-ভ্যান ইত্যাদি মেরামত বা ক্রয়, সেলাই মেশিন ক্রয়, জমির সার-বীজ ক্রয় এবং সেচ, সন্তানের লেখাপড়া বা চিকিৎসা কাজে, মেয়ের বিয়ের জন্য সহ প্রয়োজনীয় নানান কারনে আমরা এই ঋণ প্রদান করবো ইনশাআল্লাহ। স্বচ্ছল ব্যক্তিও হটাৎ প্রয়োজনে আমাদের থেকে কর্জ নিতে পারেন।
এটি একটি সুদমুক্ত ক্ষুদ্র ঋণ। সমাজের প্রান্তিক দরিদ্র শ্রেণী এবং সংকটে নিপতিত মানুষদের জন্য এই ঋণ। সাধারণভাবে এই ঋণের সর্বোচ্চ সীমা মাত্র ৫ হাজার টাকা। ২-৩ মাস মেয়াদে সাপ্তাহিক বা মাসিক কিস্তিতে কর্জ পরিশোধ করতে পারবেন। কোন কারনে নির্দিষ্ট মেয়াদে কর্জ পরিশোধ করতে না পারলে কোন চার্জ দেয়া লাগবে না, কর্জ গ্রহীতাকে কর্জ পরিশোধের সময় বৃদ্ধি করে দেয়া হবে। তবে অবশ্যই আমাদের প্রতিনিধিকে সময়ের পূর্বে অবগত করতে হবে।