প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই হবে প্রকৃত সফল। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। - সূরাঃ আলে-ইমরান, আয়াত ১৮৫
আমরা প্রচলিত সমাজে আজেবাজে ও সস্তা অবয়বকে স্মার্টনেসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। ফলশ্রুতিতে দুনিয়ার সবচে স্মার্ট ও সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের নবীজী (সঃ) ও তার সুন্নাহকে আজ ভুলে যেতে বসেছি।
নবীজী দিনে ৫ বারের অধিক দাঁত ব্রাশ করতেন।
তাঁর সর্বাধিক পছন্দের ৩ টি জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি।
তিনি সবসময় চুল আচড়ে রাখতেন ও পরিপাটি থাকতেন।
তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী।
তাঁর কথা এতই স্পষ্ট ও সুন্দর ছিলো যে, একবারের অধিক বলা লাগতো না।
এ তো মাত্র কয়েকটি বিবরণ মাত্র! তার জীবনের প্রতিটি মুহূর্ত ও কর্ম সমগ্র মানবজাতির জন্য অনুকরনীয় ও অনুসরনীয়। আমরাও চেষ্টা করবো তার মতো আদর্শ ও স্মার্ট মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে। তাহলেই আমরা সফল।