রমাদান- ২০২৫ এর সকল আয়োজন
প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই হবে প্রকৃত সফল। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। - সূরাঃ আলে-ইমরান, আয়াত ১৮৫
আমরা প্রচলিত সমাজে আজেবাজে ও সস্তা অবয়বকে স্মার্টনেসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। ফলশ্রুতিতে দুনিয়ার সবচে স্মার্ট ও সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের নবীজী (সঃ) ও তার সুন্নাহকে আজ ভুলে যেতে বসেছি।
নবীজী দিনে ৫ বারের অধিক দাঁত ব্রাশ করতেন।
তাঁর সর্বাধিক পছন্দের ৩ টি জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি।
তিনি সবসময় চুল আচড়ে রাখতেন ও পরিপাটি থাকতেন।
তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী।
তাঁর কথা এতই স্পষ্ট ও সুন্দর ছিলো যে, একবারের অধিক বলা লাগতো না।
এ তো মাত্র কয়েকটি বিবরণ মাত্র! তার জীবনের প্রতিটি মুহূর্ত ও কর্ম সমগ্র মানবজাতির জন্য অনুকরনীয় ও অনুসরনীয়। আমরাও চেষ্টা করবো তার মতো আদর্শ ও স্মার্ট মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে। তাহলেই আমরা সফল।