রমাদান- ২০২৫ এর সকল আয়োজন
রমাদান কুইজ সিলেবাস (পিডিএফ)- এখানে ক্লিক করুন
ফ্রী তে হার্ড কপি সিলেবাস পেতে চাইলে যোগাযোগ করুন- 01761698731 (রাতুল, কোলাদী) অথবা মনি ভাইয়ের দোকান (জামতলা)
নির্দিষ্ট সিলেবাসের উপর MCQ ফরম্যাটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যেকোনো এলাকার, যে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোলাদীর বাইরের কেউ পুরস্কৃত হলে পুরস্কারের পরিবহন তাকে ব্যবস্থা করতে হবে।
১ম পর্বের গুগল ফর্মের লিংক ও নিয়মাবলী আমাদের ফেসবুক গ্রুপ ও পেইজে নির্দিষ্ট সময়ের পূর্বে দেয়া হবে।
যেকোনো জায়গা থেকে মোবাইল/ল্যাপটপের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। (১ম পর্ব)
২য় পর্বের পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।
মূল পরীক্ষার পূর্বে আমাদের গ্রুপে পরীক্ষামূলক পরীক্ষার আয়োজন করা হবে। সেগুলো জানতে নিয়মিত আমাদের গ্রুপে চোখ রাখুন।